নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকা হতে সাহাবুদ্দিন নামে এক সাংবাদিককে অপহরন করে মাইক্রোবাস যোগে সদর থানাধীন শীতলক্ষ্যা নদীরপাড়ে আটক করে মুক্তিপনের অভিযোগ পাওয়া গেছে মো.রিপন ও পুলিশ সোর্স নামধারী সাংবাদিক আবু হাসান মাসুদ রানা গংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী সাহাবুদ্দিন বিবাদী মো.রিপন ও আবু হাসান মাসুদ রানাগংদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেও অজ্ঞাত কারনে আসামীদেরকে গ্রেফতার করছে পুলিশ। এ নিয়ে শংকায় দিনানিপাত করছেন ভুক্তভোগীর পরিবার।
গত ৫ ডিসেম্বর ২৪ইং ফতুল্লা মডেল থানায় অপহরন সংক্রান্ত মামলা নং ৬ ( ধারা: ৩২৩/৩৬৪/৩৮৫/৩৮৬/৫০৬ পেনেল কোড ১৮৬০ ) এ বাদী ফতুল্লার পশ্চিম শিয়াচর এলাকার মৃত.আবদুল বাতেন ডিলারের ছেলে মো.সাহাবউদ্দিন উল্লেখ করেন যে, তিনি বর্তমানে দৈনিক অগ্নিশিখা পত্রিকার নারায়ণগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পুর্বে তিনি মাই টিভি ভিএম ইন্টারন্যাশনাল লিঃ এর ফতুল্লা প্রতিনিধি হিসেবে কর্মরত অবস্থায় বিগত সরকারের আমলে ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে নগরীর ডন চেম্বার এলাকার মৃত.মইজউদ্দিন মুন্সির ছেলে মো.রিপন,জামালপুর দেওয়ানগঞ্জ বর্তমানে শিয়াচর নুর মসজিদ এলাকার হায়ত আলীর ছেলে আবু হাসান @ মাসুদ রানা,পুর্ব লামপাড়া হাজী সাইজউদ্দিন জামে মসজিদ সংলগ্ন এলাকার মৃত.আহাম্মদ মিয়ার ছেলে আলাউদ্দিন @ কালু,পশ্চিম তল্লা এলাকার মো.ইব্রাহিমের ছেলে শাহিন আলম,শিয়াচর এলাকার দিরাজ মিয়ার ছেলে মো.আরিফ,ফতুল্লা রেলষ্টেশন এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো.শহীদ,জালকুড়ি এলাকার রুবেল,নগরীর ডিআইটি এলাকার মৃত.শেখ জমির আলীর ছেলে আকরাম হোসেন,সহ অজ্ঞাতনামা আরো ১০/১২জন মাই টিভিতে আমার চাকুরীতে প্রতিবন্ধকতা করে আসছিলো।
এক পর্যায়ে গত ২৩ নভেম্বর ২৩ইং বেলা অনুমান আড়াইটায় উল্লেখিত বিবাদীগন ফতুল্লা থানাধীন শিবু মার্কেট দৈনিক অগ্নিশিখা পত্রিকার অফিসের সামনে হইতে আমাকে জোর পূর্বক অপহরন পূর্বক একটি অজ্ঞাতনামা মাইক্রোবাসে উঠিয়ে শীতলক্ষ্যা নদীরপাড়ে নিয়ে যায়। এ বিবাদীরা আমাকে মারধর করে আমার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। আমি বিবাদীদেও দাবীকৃত মুক্তিপনের টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে মারধর করে লীলাফুলা জখম করে এবং দাবীকৃত মুক্তিপনের টাকা না দিলে আমাকে খুন কওে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকী প্রদান করেন। আমি বিবাদীদের কাছে প্রান ভিক্ষা চাই এবং তাদেরকে ৫ লাখ টাকা দিতে সম্মত হই। এরপর আমি আমার বন্ধু খসরু বিষয়টি জানিয়ে তাকে ৫ লাখ টাকা নিয়ে আমার অফিসে আসার কথা বলি। এরপর বিবাদীরা পুনরায় আমাকে আমার অফিসে নিয়ে আসে। ঐদিন আমার বন্ধু খসরুর নিয়ে আসা ৫ লাখ টাকা বিবাদীদেও হাতে তুলে দেয়ার পর তারা আমাকে ভয়ভীতি প্রদান করে বলেন, যে এ ঘটনায় কোন মামলা মোকদ্দমা করলে আমার পরিনতি খারাপ হবে মর্মে ভীতি প্রদান করে চলে যায়। বিবাদীরা ওসমান পরিবারের লোক ছিলেন বিধায় ইতিপুর্বে আমি তাদের বিরুদ্ধে কোন প্রকার মামলা করতে সাহস পাইনি।
মামলার বাদী সাহাবউদ্দিন জানান,অত্র মামলা প্রতিটি আসামী প্রকাশ্যেই ঘোরাফেরা করছে অথচ থানা পুলিশ কাউকে গ্রেফতার করছেনা। বিষয়টি আমি মামলার তনদন্তকারী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ একাধিকবার অবগত করলেও তারা আসামীদেরকে গ্রেফতারে কার্পন্যতা দেখাচ্ছেন।
এদিকে বিভিন্ন সুত্রে জানা যায় যে, আবু হাসান @ মাসুদ রানা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুরো জেলা জুড়ে ঘুরে বেড়ালেও সে মুলত পুলিশের সোর্সের কাজ করেন। এক সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনষ্টেবলের চাকুরী করলেও বিভিন্ন অপরাধের দায়ে সে চাকুরীচ্যুত হয়। পরে সে পুলিশের সোর্সের কাজ শুরু করেন। তেলচোর থেকে শুরু বিভিন্ন অপরাধীদের কাছ থেকে নিয়মিতভাবে মাসোহারা তুলে তিনি জেলা পুলিশের বিভিন্ন উর্ধঃতন কর্মকর্তাদেরকে বুঝিয়ে দেন। যে কারনে শহর ও শহরতলীতে অপরাধ করে বেড়ালেও তাকে আইনের আওতায় নিয়ে চায়না পুলিশ এমনটাই দাবী আবু হাসান @ মাসুদ রানার কাছে ভুক্তভোগীদের।