কালোটাকাকে কেন্দ্র করে রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে নতুন করে আলোচনায় একসময়ের মার্শাল আর্ট হিরো রুবেল। সেই নায়ক রুবেলের আজকের অবস্থানে দুজনের অবদান। এর মধ্যে একজন বড় ভাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। আরেকজন হলেন রুবেলের ওস্তাদ। যাঁদের পায়ের কাছে বসলে শান্তি পান জনপ্রিয় অভিনেতা। কক্সবাজারে এক কারাতে প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নিয়ে চলচ্চিত্র ক্যারিযার ও কারাতে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই নায়ক।
অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে অনেক ভালোবাসেন, তাঁদের আমি বলতে চাই, আজকের এই রুবেল হওয়ার পেছনে প্রথমত সৃষ্টিকর্তার আশীর্বাদ, পরে আমার বড় ভাইয়া সোহেল রানা এবং দ্বিতীয়জন আমার ওস্তাদ।
আমি কখনো ওস্তাদের পাশে বসি না কিন্তু আজ অনুষ্ঠানের জন্য আমি তাঁর পাশে বসতে পেরেছি কিন্তু আমার হাত–পা কাঁপছে এখনো।’
রুবেল আরও বলেন, ‘আমি দুজনের সামনে চেয়ারে বসি না। একজন আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং বড় ভাইয়া। তাঁদের পায়ের কাছে বসতে পারলেই আমার শান্তি। আমি যদি যোগ্য শিষ্য হতে পারি, তাহলে তাঁদের পায়ের কাছে বসেই আমার জীবনের শেষটুকু সময় যাক। ওস্তাদের পাশে বসে আছি, এটা আমার জন্য বিশাল একটা কিছু। তবে এখনো ভয়ে কাঁপছি আমি। এখানে ওস্তাদ যা বলবেন, তাঁর ওপরে কারও কোনো কথা বলার সাহস নেই। তিনি যা বলবেন, সেটাই শিরোধার্য।’
২২ বছর বয়সে পরপর দুবার ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেন রুবেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই সোহেল রানা প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রুবেলের।
দেড় দশকের বেশি সময় ধরে প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন রুবেল। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অর্ধশতাধিক নায়িকার সঙ্গে। নব্বইয়ের দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নামেন রুবেল। এখন পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন রুবেল, যেগুলো সফল হয়েছে। তাঁর প্রযোজিত ও পরিচালিত সিনেমার মধ্যে আছে ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’, ‘বিষাক্ত চোখ’, ‘রক্ত পিপাসা’, ‘সিটি রংবাজ’, ‘খুনের পরিণাম’, ‘অন্ধকারে চিতা’, ‘চারিদিকে অন্ধকার’। অভিনয়, পরিচালনা আর প্রযোজনার পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন রুবেল। বলা চলে, সেই সময়ে বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তুলেছেন এই রুবেল।