মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হতদরিদ্র ৩২জন ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান।
উপস্থিত ছিলেন সবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুঁথি, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, রফিকুল ইসলাম রিপন, অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোঃ ফারাহ প্রমুখ।