আমতলীতে সন্ত্রাসী নিয়ে মাদরাসা ভাঙতে গিয়ে স্থাণীয়দের বাঁধার মুখে ফিরে এলেন প্রতিষ্ঠান প্রধান!

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে মৃধা বাড়ীতে স্থাপিত আশ্রাফুল উলুম নামের একটি কওমিয়া মাদরাসা ভাঙতে গিয়ে স্থাণীয়দের বাঁধার মুখে ফিরে আসেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ।

 

আজ বৃহস্পতিবার সকালে আমতলী থেকে ১৫ থেকে ২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এবং ৪ থেকে ৫ জন কাঠমিস্ত্রী সাথে নিয়ে টিন সেডের ওই মাদরাসা ভবনটি ভাঙতে যায় মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ। এমন অভিযোগ করেন স্থাণীয়রা।

 

জানা গেছে, ২০১৯ সালে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে আমির শাহ্ মৃধা বাড়ীর মসজিদের উত্তর পাশে আশ্রাফুল উলুম নামের কওমিয়া মাদরাসাটি স্থাণীয়দের দানকৃত জমিতে একটি টিনসেড ভবনে কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও বর্তমানে ওই মাদরাসায় শিশু থেকে ৪র্থ শ্রেণীর পর্যন্ত ৫০ এর অধিক শিক্ষার্থী লেখাপড়া করে। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন হিসেবে মাদরাসা পরিচালক ৪০০ থেকে ৫০০ টাকা করে নিচ্ছেন বলে তিনি স্বীকার করেন।

মাদরাসাটিতে শিক্ষার্থী বেড়ে যাওয়ায় জমিদাতা ও স্থাণীয়রা মাদরাসা পরিচালনা কমিটি গঠন করার কথা বললে এ নিয়ে মাদরাসা পরিচালক ও প্রতিষ্ঠাতা হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ সাথে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার মসজিদে জুম্মার নামাজ শেষে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জমিদাতা ও স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় আগামী জানুয়ারী মাসে মাদরাসার পরিচালনা কমিটি গঠন করার সিন্ধান্ত হয়। ওই সিন্ধান্তকে উপেক্ষা করে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন করেন।

 

আবেদনে তিনি মাদরাসাটি অন্যাত্র স্থানান্তর করার পাশাপাশি স্থাণীয় প্রভাবশালী ও বখাটে যুবকগণের বিষয়ে প্রতিকার পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। যা নিয়ে জমিদাতা ও স্থাণীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা গোপনে কাঠমিস্ত্রী নিয়ে ক্লাশরুমের পার্টিশনের বেড়া খুলে ফেলে, অফিস রুমের সকল আসবাবপত্র, আলমিরা বাহিরে নামিয়ে কিছু ভ্যানে উঠায় এবং বাকীগুলো তোলার প্রস্তুতি নেয়। এমনকি ৪/৫ জন কাঠমিস্ত্রী টিনসেট ভবনের চালায় উঠে টিনে লাগানো ইস্কুব খুলতে থাকে। ওই সময় বিষয়টি জানতে পেরে স্থাণীয় শতাধিক লোক জড়ো হয়ে তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা মাদরাসা থেকে বাহিরে নামানো আসবাবপত্র, আলমিরা, বেঞ্চ মাদরাসার ভিতরে রেখে যেতে বাধ্য হন।

 

স্থাণীয় মিজানু রহমান মৃধা, সিদ্দিকুর রহমান মৃধা, আলহাজ মৃধা, বশির উদ্দিন বাদল মৃধা জানান, আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে ২০ থেকে ২৫ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া এনে হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা মাদরাসা ভাঙতে আসছে।

 

মাদরাসায় জমিদাতা আঃ জব্বার মৃধা ও আঃ রব মৃধা বলেন, ওই মাদরাসাটা যখন প্রতিষ্ঠা করা হয় তখন পরিচালক মহিবুল্লাহ আমাদের বলেছিলো বড় একজন ডোনার আছে তিনি এখানে তিনতলা বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করে দিবেন। সেজন্য আমরা সকলে মিলে মৃধা বাড়ীর ঐতিহ্যের কথা ভেবে ওই মাদরাসায় জমি দান করেছিলাম। এখন মাদরাসায় শিক্ষার্থী বাড়ছে সেজন্য পরিচালনা কমিটি করার কথা বলায় মহিবুল্লাহ ও তার বাবা আঃ রহিম মৃধা আজকে অনেক অচেনা লোকজন নিয়ে এসে কাঠমিস্ত্রি দিয়ে মাদরাসাটি ভেঙ্গে অন্যাত্র নিয়ে যাওয়ার জন্য এসেছিলো। গ্রামবাসীর বাঁধায় তারা ফিরে গেছে।

 

কাঠমিস্ত্রী রেজাউল জানান, মাদরাসার প্রতিষ্ঠাতা, পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা আমাদেরকে মাদরাসা ভাঙতে নিয়ে এসেছেন। মাদরাসার মধ্যের টিনের ভেড়া ভাঙলেও স্থাণীয়দের বাঁধায় পুরো ঘর ভাঙ্গতে পারিনি।

 

আশ্রাফুল উলুম কওমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ বলেন, স্থাণীয় প্রভাবশালী ও বখাটে যুবকরা আমাকে এখানে মাদরাসা চালাতে দিবে না বলে হুমকি দিচ্ছে। রাতে মাদরাসার টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করেন। যার কারনে কোন শিক্ষক রাতে ভয়ে মাদরাসায় রাত্রীযাপন করতে চায় না। এসব কারনে আমি মাদরাসাটি অন্যাত্র স্থানান্তরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। তিনি আমাকে মাদরাসাটি অন্যাত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেজন্য আমি আজ আমার নিজ অর্থায়নে নির্মিত মাদরাসার টিনসেট ভবন ভাঙতে ও আসবাবপত্র নিতে এসেছিলাম। তবে স্থাণীয় প্রভাবশালীদের বাঁধায় ফিরে এসেছি।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম ছুটিতে থাকায় ওই বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» আমতলীতে নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে স্বামীর আত্মহত্যার নাটক!

» ফতুল্লার সেহাচরে সিয়ামকে কুপিয়ে হত্যা

» আমতলীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭২ জন এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা

» আমতলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

» ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পারভীন আক্তারের বিশাল বিজয় র‌্যালি

» আমতলীতে সড়ক দূর্ঘটনা এক নারী নিহত, আহত শিশু ও নারীসহ ৪ জন

» আমতলীতে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

» আমতলীর ১৯টি মাদরাসায় পেল সৌদি সরকারের দেয়া কোরবাণীর পশু দুম্ভার গোস্ত!

» বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

» রুপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আমতলীতে সন্ত্রাসী নিয়ে মাদরাসা ভাঙতে গিয়ে স্থাণীয়দের বাঁধার মুখে ফিরে এলেন প্রতিষ্ঠান প্রধান!

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে মৃধা বাড়ীতে স্থাপিত আশ্রাফুল উলুম নামের একটি কওমিয়া মাদরাসা ভাঙতে গিয়ে স্থাণীয়দের বাঁধার মুখে ফিরে আসেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ।

 

আজ বৃহস্পতিবার সকালে আমতলী থেকে ১৫ থেকে ২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এবং ৪ থেকে ৫ জন কাঠমিস্ত্রী সাথে নিয়ে টিন সেডের ওই মাদরাসা ভবনটি ভাঙতে যায় মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ। এমন অভিযোগ করেন স্থাণীয়রা।

 

জানা গেছে, ২০১৯ সালে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে আমির শাহ্ মৃধা বাড়ীর মসজিদের উত্তর পাশে আশ্রাফুল উলুম নামের কওমিয়া মাদরাসাটি স্থাণীয়দের দানকৃত জমিতে একটি টিনসেড ভবনে কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও বর্তমানে ওই মাদরাসায় শিশু থেকে ৪র্থ শ্রেণীর পর্যন্ত ৫০ এর অধিক শিক্ষার্থী লেখাপড়া করে। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন হিসেবে মাদরাসা পরিচালক ৪০০ থেকে ৫০০ টাকা করে নিচ্ছেন বলে তিনি স্বীকার করেন।

মাদরাসাটিতে শিক্ষার্থী বেড়ে যাওয়ায় জমিদাতা ও স্থাণীয়রা মাদরাসা পরিচালনা কমিটি গঠন করার কথা বললে এ নিয়ে মাদরাসা পরিচালক ও প্রতিষ্ঠাতা হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ সাথে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার মসজিদে জুম্মার নামাজ শেষে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জমিদাতা ও স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় আগামী জানুয়ারী মাসে মাদরাসার পরিচালনা কমিটি গঠন করার সিন্ধান্ত হয়। ওই সিন্ধান্তকে উপেক্ষা করে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন করেন।

 

আবেদনে তিনি মাদরাসাটি অন্যাত্র স্থানান্তর করার পাশাপাশি স্থাণীয় প্রভাবশালী ও বখাটে যুবকগণের বিষয়ে প্রতিকার পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। যা নিয়ে জমিদাতা ও স্থাণীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা গোপনে কাঠমিস্ত্রী নিয়ে ক্লাশরুমের পার্টিশনের বেড়া খুলে ফেলে, অফিস রুমের সকল আসবাবপত্র, আলমিরা বাহিরে নামিয়ে কিছু ভ্যানে উঠায় এবং বাকীগুলো তোলার প্রস্তুতি নেয়। এমনকি ৪/৫ জন কাঠমিস্ত্রী টিনসেট ভবনের চালায় উঠে টিনে লাগানো ইস্কুব খুলতে থাকে। ওই সময় বিষয়টি জানতে পেরে স্থাণীয় শতাধিক লোক জড়ো হয়ে তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা মাদরাসা থেকে বাহিরে নামানো আসবাবপত্র, আলমিরা, বেঞ্চ মাদরাসার ভিতরে রেখে যেতে বাধ্য হন।

 

স্থাণীয় মিজানু রহমান মৃধা, সিদ্দিকুর রহমান মৃধা, আলহাজ মৃধা, বশির উদ্দিন বাদল মৃধা জানান, আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে ২০ থেকে ২৫ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া এনে হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা মাদরাসা ভাঙতে আসছে।

 

মাদরাসায় জমিদাতা আঃ জব্বার মৃধা ও আঃ রব মৃধা বলেন, ওই মাদরাসাটা যখন প্রতিষ্ঠা করা হয় তখন পরিচালক মহিবুল্লাহ আমাদের বলেছিলো বড় একজন ডোনার আছে তিনি এখানে তিনতলা বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করে দিবেন। সেজন্য আমরা সকলে মিলে মৃধা বাড়ীর ঐতিহ্যের কথা ভেবে ওই মাদরাসায় জমি দান করেছিলাম। এখন মাদরাসায় শিক্ষার্থী বাড়ছে সেজন্য পরিচালনা কমিটি করার কথা বলায় মহিবুল্লাহ ও তার বাবা আঃ রহিম মৃধা আজকে অনেক অচেনা লোকজন নিয়ে এসে কাঠমিস্ত্রি দিয়ে মাদরাসাটি ভেঙ্গে অন্যাত্র নিয়ে যাওয়ার জন্য এসেছিলো। গ্রামবাসীর বাঁধায় তারা ফিরে গেছে।

 

কাঠমিস্ত্রী রেজাউল জানান, মাদরাসার প্রতিষ্ঠাতা, পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ ও তার পিতা আঃ রহিম মৃধা আমাদেরকে মাদরাসা ভাঙতে নিয়ে এসেছেন। মাদরাসার মধ্যের টিনের ভেড়া ভাঙলেও স্থাণীয়দের বাঁধায় পুরো ঘর ভাঙ্গতে পারিনি।

 

আশ্রাফুল উলুম কওমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ মোঃ মহিবুল্লাহ বলেন, স্থাণীয় প্রভাবশালী ও বখাটে যুবকরা আমাকে এখানে মাদরাসা চালাতে দিবে না বলে হুমকি দিচ্ছে। রাতে মাদরাসার টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করেন। যার কারনে কোন শিক্ষক রাতে ভয়ে মাদরাসায় রাত্রীযাপন করতে চায় না। এসব কারনে আমি মাদরাসাটি অন্যাত্র স্থানান্তরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। তিনি আমাকে মাদরাসাটি অন্যাত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেজন্য আমি আজ আমার নিজ অর্থায়নে নির্মিত মাদরাসার টিনসেট ভবন ভাঙতে ও আসবাবপত্র নিতে এসেছিলাম। তবে স্থাণীয় প্রভাবশালীদের বাঁধায় ফিরে এসেছি।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম ছুটিতে থাকায় ওই বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD