মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশার (ভূমি) তারেক হাসান, ওসি তদন্ত আমির সেরনিয়াবাদ, ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি, ্উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের এজিএম মোঃ হোসেন আলী, ফায়ার স্টেশনের সহকারী ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাওঃ মোঃ ইলিয়াস হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তানভীর ইসলাম, মোঃ বেল্লাল হোসেন দফাদার, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডঃ হরিহর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসু, আমতলী কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাস প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অত্র উপজেলায় এবছর ৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আমতলী পৌরসভায় ৪টি, গুলিশাখালী ইউনিয়নে ৩টি, আঠারগাছিয়া ইউনিয়নে ১টি ও হলদিয়া ইউনিয়নে ১টি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রতিটি পূজা মন্ডপ সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।