মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা।
মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সূচনা করা হয়। সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, আনসার, পৌরসভা, আইনজীবী, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন সরকারী ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, আমতলী রিপোর্টার্স ইউনিটি, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে।
পরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এম.এ কাদের মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার ভুমি হাসান তারেক, সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক জি.এম ওসমানী হাসান।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঈসা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা ও এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।