মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ এলাকায় রবিবার রাত ৯টার দিকে সরভানু (৭০) নামের এক বৃদ্ধা নারী মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, একই এলাকার মিজানুর রহমানের পুত্র সাগর (২২) ও শহিদুল ইসলামের পুত্র সাকিব (২১) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাড়ীর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধা সরভানুকে চাপা দিয়ে মোটরসাইকেলটি রাস্তার উপর ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় ।
স্থানীয়রা গুরুত্বর আহত সরভানুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয় ।
নিহত সরভানু ওই এলাকার মৃত হাশেম মুছুল্লির স্ত্রী।
স্থানীয়রা গাড়ীটি আটকে রাখলে রাতেই আমতলী থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।
সোমবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ওই ঘটনায় নিহত সরভানুর মেয়ে ফরিদা বেগম বাদী হয়ে আমতলী থানায় সড়ক দুর্ঘটনা আইনের ৯৮ ও ১০৫ ধারায় মোটরসাইকেল চালক সাগরকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান জানান, মোটরসাইকেলটিকে আলামত হিসাবে জব্দ করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ওই ঘটনায় সড়ক দূঘর্টনা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।