মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে বউভাত খেতে কনের বাড়ীর লোকজন মাইক্রোবাস করে বরের বাড়ীতে যাওয়ার পথে উপজেলার হলদিয়া হাট সংলগ্ন চাওড়া নদীর উপড়ে নির্মিত ঝুঁকিপূর্ণ একটি লোহার সেতু পার হওয়ার সময় সেতু ধসে শিশুসহ ৯ জন নারী নিহত হয়েছে। ওই ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন।
শনিবার রাতে বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ^াসকে। কমিটির অন্য সদস্যরা হলেন- নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বরগুনা, সহকারী পুলিশ সুপার আমতলী-তালতলী সার্কেল, সহকারী পরিচালক (বিআরটিএ) বরগুনা, উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনা। সদস্য সচিব করা হয়েছে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমকে।
তদন্ত কমিটি করার বিষয়টি নিশ্চিত করে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই দূর্ঘটনা ঘটার পরক্ষনেই বরগুনা জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি একটি তদন্ত কমিটি করে দিয়েছেন। সেই কমিটিকে কি ভাবে ওই দূর্ঘটনাটি ঘটে এতো হতাহতের ঘটনাটি ঘটেছে, এখানে কার দোষ এবং এর থেকে উত্তরণে কী কী উপায় থাকতে পারে ওইসব বিষয় উল্লেখপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
তিনি আরো বলেন, আশা করছি কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে দ্রুত তদন্ত কাজ শুরু করে আমাদের দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে সক্ষম হবো।