মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো র্যালি আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।
রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত জাতির জনকের স্মৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ, ফায়রা সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, আমতলী সরকারী কলেজ, উপজেলা আওয়ামীলীগ, আমতলী পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বকুলনেছা মহিলা কলেজ, একে সরকারী হাইস্কুল, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়, বন্দর মডেল সরকারী প্রাথমিক ও একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন জাতির জনকের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমতলী উজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না অফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের, ওসি তদন্ত মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ।
সভায় বক্তব্য রাখেন কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম রিপন, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জায়েদ আলম ইরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, কৃষি কর্মকর্তা মোঃ ইছা, সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন ও সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর সকল মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপশানালয়ে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।