মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-বরগুনার আমতলীতে আবুল কাসেম মোল্লা (২৩) নামের এক বিকাশ ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় তার সাথে থাকা বিকাশ, ফ্লেক্সিলোডের ও ব্যাংক থেকে উঠানো ৬লক্ষ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে নিহতের বাড়ির যাওয়ার রাস্তার পাশে ধান ক্ষেতে। নিহত আবুল কাসেম মোল্লা একই গ্রামের নুর উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, হত্যার স্বীকার আবুল কাশেম বাড়ীর পাশে কলাগাছিয়া বাজারে ইলেকট্রনিক্স মালামাল বিক্রির পাশাপাশি বিকাশ, ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। প্রতিদিনের মত রাত ১০টার দিকে দোকানঘর বন্ধ করে একটি ব্যাগের মধ্যে ব্যবসার টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বাড়ীর কাছাকাছি পৌছলে সেখানে পূর্বে থেকেই ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে রেখে পালিয়ে যায়।
কলাগাছিয়া “সুসম্পর্ক মানব কল্যাণ সোসাইটি’র” সাধারণ সম্পাদক আবুল কালাম মোল্লা বলেন, নিহতের মামাতো ভাই সাইদুলকে তার ফুপু রাহিমা বেগম মুঠোফোনে ছেলে কাশেম এখনো বাড়ি আসে নাই, কাশেম বাজারে কিনা তা দেখতে বলেন। সাইদুল কাসেমের দোকানঘর বন্ধ দেখে বাজারের বিভিন্ন দোকানে খুজেও তাকে না পেয়ে কাশেমকে খুজতে তার বাড়ীর দিকে রওয়ানা দেয়। পথিমধ্যে বাড়ীর কাছাকাছি রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে কাসেমের রক্তাক্ত মরদেহ নিথর হয়ে পড়ে থাকতে দেখে সে চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে কাসেমের মরদেহ উদ্ধার করে দ্রæত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই সাইদুল বলেন, ঘটনা দিন রাতে আমার ভাই পটুয়াখালী ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ মত টাকা ছিল। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।