মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- হতদরিদ্র প্রতিবন্ধী ও পঙ্গুদের মধ্যে সোমবার দুপুরে ঈদ উপহার সামগ্রী লুঙ্গি ও শাড়ী কাপড় বিতরন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাহানারা- লতিফ মোল্লা ফাউন্ডেশন কাপড় বিতরন ও ইফতার মাহফিলের আয়োজন করে।
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে কাপড় বিতরন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন, কৃষি কর্মকর্তা মো. রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম,আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.সাঈদ খোকন, সংগঠনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদারসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী ও অফিসার বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঈদ উপলক্ষে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিভিন্ন সময়ে তারা দরিদ্র নারী পুরুষদের সহযোগিতা করে। সবাই যদি দরিদ্রদের জন্য এভাবে এগিয়ে আসত তাহলে সমাজে অভাব থাকতো না। আমি আশা করি সমাজের বিত্তবানরা এভাবে সবাই সহযোগিতার হাত হাত বাড়িয়ে দেবেন।