মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে ২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরনে আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেংমং, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন,জামায়েতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আবদুল মালেক,গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ সাইদুর রর মান, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মোঃ হাসিব, মাহাদী হাসান, মহিউদ্দিন সৈকত।
স্বরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, খাদ্য কর্মকর্তা শারমিন জাহান, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, নাসির মাহমুদসহ আহত ও শহিদ পরিবারের স্বজনরা।
সভাশেষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আমির হোসাইন।