মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলীতে ২০২৩-২০২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলা উপলক্ষে র্যা লী ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মাঠে ফিতা কেঁটে তিন দিন ব্যাপি কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসার মোঃ ঈছা’র সঞ্চালনায় র্যা লী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব ¡ করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরগুনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সিএস রেজাউল করিম, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুঁথী, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক প্রমুখ।
অতিথিরা উপজেলা পরিষদ মাঠে তিন দিন ব্যাপী কৃষি মেলায় আধুনিক পদ্ধতিতে ফসল চাষাবাদ দেখাসহ মেলার ১২টি স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের ছাড়া বিতরণ করা হয়।
উল্লেখ্য মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উম্মুক্ত থাকবে এবং কৃষকদের আধুনিক পদ্ধতিতে ফসল চাষাবাদ দেখাসহ বিভিন্ন বুদ্ধি পরামর্শ প্রদান করা হবে।