অমর একুশে গ্রন্থমেলা-২০২০। মেলার শেষ দিন শনিবার থাকায় পাঠক-লেখক ও দর্শনার্থীর ভীড়ে তিল ধারণের ঠাঁই ছিল না গ্রন্থমেলা প্রাঙ্গণে। বিদায় ক্ষণে পূর্ণতা পাওয়া বাঙালির প্রাণের মেলায় তালিকা ধরে প্রয়োজনীয় বই কিনেছেন পাঠকরা। তাই বিদায় বেলায় খুশি প্রকাশকরাও।
ভাষার মাস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা শুরুতে পাঠক-দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও বিদায় ক্ষণে পেয়েছে তার পূর্ণতা। পাঠকদের এই উপস্থিতিতে এবারও নতুন রেকর্ড গড়েছে অমর একুশে গ্রন্থমেলা। অমর একুশে গ্রন্থমেলা মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানিয়েছেন, বই বিক্রিতে আবারও নতুন রেকর্ড। ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এবারের মেলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং শুক্রবারের সম্ভাব্য বিক্রি যুক্ত করে এ হিসাব দেওয়া হয়েছে। বাংলা একাডেমি সূত্রে জানা যায়, ২০১৯ সালে বিক্রির পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। ২০১৮ সালে ছিল ৭০ কোটি ৫০ লাখ টাকা, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ, ২০১৬ সালে ৪০ কোটি ৫০ লাখ, ২০১৫ সালে ২১ কোটি ৯৫ লাখ, ২০১৪ সালে ছিল সাড়ে ১৬ কোটি এবং ২০১৩ সালে ১০ কোটি ১৪ লাখ টাকা।
মেলার শেষ মুহুর্তে পাঠক-দর্শনার্থীদের এই সাড়ায় সন্তুষ্ট লেখক-প্রকাশকরাও। ভাষা শহীদের স্মৃতির প্রতি নিবেদিত গ্রন্থমেলা এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে। তাই মেলায় তার জীবন ও কর্ম সম্পর্কিত বইয়ের প্রকাশ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি গল্প-কবিতা-উপন্যাসসহ নানা ধরনের প্রচুর বইও প্রকাশ পেয়েছে মেলায়।