সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য ‘ব্যক্তিগত নিরাপত্তার জন্য’ কথিত ইসলামিক স্টেট খোরাসানে (আইএসকে) যোগ দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের রবিবারের এক প্রতিবেদনের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইএসে যোগ দেওয়া এসব সেনাদের কয়েকজন পশ্চিমাদের দুই দশকের আফগান মিশনে যুক্তরাষ্ট্রের সেনাদের দ্বারা প্রশিক্ষিত।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ‘আফগানিস্তানের সাবেক সরকারের গোয়েন্দা বিভাগ এবং এলিট মিলিটারি শাখার মার্কিন প্রশিক্ষিত কিছু সদস্য যাদের বর্তমানে আমেরিকান পৃষ্ঠপোষকরা পরিত্যাগ করেছে এবং তালেবান যাদের খুঁজে বেড়াচ্ছে, তারা একমাত্র সেই বাহিনী আইএসে নিজেদের নাম লিখিয়েছে, যারা দেশটির নতুন শাসকদের চ্যালেঞ্জ করছে। তবে এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসলামিক আমিরাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সাবেক সেনাসহ কারওরই তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকা উচিত নয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খোস্তি বলেছেন, ‘ইসলামিক আমিরাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সাবেক নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কারওরই তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত নয়। কারণ, ইসলামিক আমিরাতের কোনো সদস্য তাদের কিছুই করবে না। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানের তালেবান সরকারের জন্য নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে আইএসকে। ইতোমধ্যে তারা তালেবান সদস্যদের ওপর একাধিক হামলা ছাড়াও দুটি শিয়া মসজিদে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে।