নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রত্যাশার চেয়েও অনেকাংশে কম ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। দিনভর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে অধিকাংশ কেন্দ্র ফাঁকা দেখা গেছে। বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে ১৩ শতাংশ ভোট পড়লেও মোট কত শতাংশ ভোট পড়েছে, এখনো জানা যায়নি।
শনিবার ( ৯ মার্চ ) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহলে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে ১৩ শতাংশ ভোট পড়েছে। সব মিলিয়ে কত শতাংশ ভোট পড়েছে, এখনো হিসাব করা হয়নি। গণনার পর পুরো তথ্য পাওয়া যাবে।
উপনির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত অটোরিকশা প্রতীকের প্রার্থী ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, মোটরসাইকেল প্রতীকে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র, চশমা প্রতীকে আমজাদ হোসেন ও আনারস প্রতীকে মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও আনারস প্রতিকের প্রার্থীকে প্রায় ২দিন পুর্বে সরকার দলীয় নেতাকর্মীরা তাকে নির্বাচন থেকে সরিয়ে যেতে বাধ্য করেন।
ফতুল্লা দাপার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসারদেরকে একে অপরের সাথে গল্পে মজেছেন আর বাহিরে থানা পুলিশ পুলিশ ও আনসার সদস্যরা কথা-বার্তা ও মুঠোফোন নিয়েই ব্যস্ততার মাঝে রয়েছেন। তবে কোন কেন্দ্রে সাংবাদিকের উপস্থিতির সাথে সাথে বাহিরে দীর্ঘ ভোটারের সারি তৈরী করা হলেও কেন্দ্রের ভেতরে দেখা যায় ভোটার শূন্য মাঠ।
সদর উপজেলায় অবস্থিত কমর আলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে চারটি বুথ। দুটি পুরুষ ও দুটি মহিলা। পুরুষদের ১ নম্বর বুথে মোট ভোটার ২৭০। সেখানে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে ৫৯টি। সেখানে ভোট দেওয়া সস্তাপুর এলাকার জনৈক ভোটার বলেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় মানুষের আগ্রহ কম। এ জন্য কেন্দ্র ফাঁকা।
বেলা সোয়া ১১টা পর্যন্ত পুরুষ ২ নম্বর বুথে ভোট পড়ে ১৩টি। অনেকক্ষণ পরপর দু-একজন ভোটার আসেন, তাঁরা ভোট দিয়ে চলে যাচ্ছেন বলে জানান সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ আলম। তিনি বলেন, ভোট দিতে কোনো সমস্যা ছিল না। তবে উপস্থিতি খুবই কম।
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রেও চারটি বুথ। ওই কেন্দ্রে গিয়েও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। ফাঁকা কেন্দ্রে অলস সময় পার করেন আনসার সদস্যরা। ৪ নম্বর বুথে মোট ভোটার ৩ হাজার ৩৭৩। বেলা পৌনে তিনটা পর্যন্ত ভোট পড়েছে ২৩৩টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, দু-একজন করে ভোটার আসছেন। তাঁরা ভোট দিয়ে চলে যাচ্ছেন। বেলা পৌনে তিনটা পর্যন্ত তাঁর কেন্দ্রে ১৪ শতাংশ ভোট পড়েছে। তবে সেখানে দ্বায়িত্বে থাকা অটোরিক্সা প্রতিকের কর্মী একে অপরকে বলেন যে,যেভাবেই হোক না কেন ভোটের হার বাড়াতেই হবে।
দীর্ঘ ২৮ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর ফতুল্লা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী লুৎফর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে লুৎফর রহমান স্বাপন দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর অসুস্থ হয়ে লুৎফর মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। সেই শূন্য পদে আজ ভোট গ্রহণ করা হয়েছে।