প্রবাসী নারায়ণগঞ্জের সন্তানদের পরিবারের পাশে থাকবে জাকির খান, গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারের বিশ্বের ১৩টি দেশে থাকা অনেক ব্যক্তির সাথে আলাপ কালে তাদের দেশে থাকা পরিবার পরিজনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপি’র রাজনীতিতে কিং খান খ্যাত জাকির খান ।
নারায়নগঞ্জ জেলা যুব দলের সহ সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহ্ জানায়, এ জেলার অনেকে এখন প্রবাসে জীবনে রয়েছে, মহামারী করোনা ভাইরাসের কারনে এখন সারা বিশ্ব আতংকিত হয়ে রয়েছে, এ অবস্থায় আমাদের এ জেলার যে সকল মানুষ এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবনে রয়েছে তারা নিজেরা বিভিন্ন সমস্যায় রয়েছে, আবার অনেকের পরিবার পরিজন যারা এ জেলায় রয়েছে তারাও অনেকে নানা ধরনের সমস্যা রয়েছে এ সকল বিষয় খোজ খবর নিতে জেলা বিএনপি নেতা ও নারায়নগঞ্জের কিং খান খ্যাত জাকির খান ইতালী, জার্মান, জাপান, মালয়েশিয়া, দুবাই, ওমান, সৌদি আরব, আমেরিকা, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মরিশাস, স্পেন এসকল দেশে থাকা অনেকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে কথা বলেন, এসময় জেলা ছাত্রদলের সফল সাবেক সভাপতি জাকির খান প্রবাসীদের বলেন আপনারা করোনা ভাইরাস কে ভয় না পেয়ে সর্তক থাকেন, সচেতন হন, চিকিৎসকদের পরামর্শ চলাফেরা করুন।
পাশাপাশি জাকির খান এ সময় প্রবাসীদের কারো পরিবার -পরিজন যদি কোনো সমস্যায় থাকে তবে তাদের পাশে তিনি থাকবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছেন ।জেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন শাহ্ আরো জানায়, এ জেলার বাসিন্দা যারা বিভিন্ন সময়ে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন, আবার অনেকে ব্যক্তি জাকির খানের ভক্ত এমন সকল প্রবাসীদের সাথেই নয় তিনি (জাকির খান) দল মত নির্বিশেষে এ জেলার যে কোনো প্রবাসী রয়েছে তাদের সকলের পাশে পরিবার পরিজনের বিপদে পাশে থাকবেন, করোনা ভাইরাস সংক্রমনের এ সময়ে কর্মহীন,ঘর বন্দী, অসহায় মানুষ দের পাশে থেকে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন কিং খান খ্যাত জাকির খান। উল্লেখ্য যে এদেশে করোনা ভাইরাস সংক্রমনের এ পরিস্থিতিতে জাকির খানের উদ্যোগে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সহ বন্দর, ফতুল্লা, সিদ্দিরগঞ্জের ৫ হাজারের ও বেশী পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইরাজার, সাবান বিতরন এবং ৩৬ হাজার লিটার জীবানু নাশক স্প্রে করা হয়েছে।