নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সার্কিট হাউস মোড়ের অদূরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। সোমবার সকালে চলন্ত অবস্থায় এক্সেল ভেঙে গেলে বাম পাশের চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। লোকসমাগম বা অন্য কোন যানবাহন না থাকায় কেউ হতাহত হয়নি।
এস আই মো. নজরুল ইসলাম জানান, ট্রাক দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করে। পাথর সরিয়ে যতদ্রুত পারা যায় ট্রাকটিকে অন্যত্র সরিয়ে নেবার ব্যবস্থা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটিকে ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে রাত ১০ টার দিকে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর বারঘরিয়া বিজিবি চেকপোস্টে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই প্রত্যেকটি ট্রাকের কাগজপত্র ঠিক আছে কিনা পরীক্ষা করতে দেখা গেছে।
৫৩ বিজিবির বারঘরিয়া চেকপোস্ট এর ইনচার্জ জানান, সঠিক নিয়ম ও বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে প্রত্যেকটি পাথর বোঝাই ট্রাকের। মেয়াদ বা কাগজপত্র ঠিক না থাকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দেশের নিয়াপত্তায় সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি ২৪ ঘন্টা সেতু এলাকায় দায়িত্ব পালন করছে।