বিশেষ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল পদ্মা ডিপোর দুষ্ট নেতাদের সিন্ডিকেট এর কারনে সাধারন তেল ব্যবসায়ীরা অসুবিধার সন্মুখিন হচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে তেল সিন্ডিকেট ভেঙ্গে দিতে আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া জরুরী বলে জানিয়েছে এলাকার একটি সূত্র। অন্যথায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তাদের আশংকা।
এলাকার একটি সূত্রে জানা গেছে,পদ্মা অয়েল কোং লিঃ এর গোদনাইল পদ্মা ডিপোর জ্বালানী তেল লুটপাট সহ দুর্নীতির বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন শ্রমিক নেতা নামধারী একটি চক্র । বিপিসি নিয়ন্ত্রিত পদ্মা অয়েল কোং লিঃ এ্র গোদনাইল কুিমটোলা এভিয়েশন ডিপোতে সাধারন তেল ও বিমানের তেল পরিবহনে বাধা হন কয়েকজন ট্যাংক লরী মালিক ও নামধারী শ্রমিক নেতারা। যার নেতৃত্বে রয়েছেন স্থানীয় একজন প্রভাবশালী নেতা, তিনি স্থানীয় একটি প্রভাবশালী বংশের আত্মীয় এবং তার জামাতা তেল কোম্পানীতে চাকরি করেন।
একটি সূত্রে জানা যায়, উক্ত নেতা স্থানীয় একজন জনপ্রতিনিধির সমর্থক এবং ট্যাংক লরী শ্রমিক সংগঠনের পার্শ্ববর্তী ডিপোর প্রশাসন নির্ভর হেড অফিসের এক কর্মকর্তার লোক । জানা গেছে, ২জন প্রভাবশালী কাউন্সিলার ও আওয়ামী লীগ নেতার দ্বন্ধে উক্ত ২টি গ্রæপ কাজ করায় স্থানীয়ভাবে তেলের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠৈছে। তাদের অবস্থান নতুন মিশনে গোদনাইল পদ্মায় ট্যাংক লরীর মালিক সমিতি ও সাধারন শ্রমিকদের বিরুদ্ধে। কতিপয় সুবিধাবাদী রাজনৈতিক লোক তার পক্ষে রয়েছেন। স্থানীয় একটি রাজনৈতিক বলয় তৈরী করে পদ্মার তেল সিন্ডিকেট মেঘনা দ্বারা নিয়ন্ত্রিত করতে চায়। এতে করে রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিতে পারে।
তাই পরিস্থিতি বিবেচনা করে দুষ্ট ট্যাংক লরী শ্রমিক নেতার হাত থেকে তেল সিন্ডিকেট ভেঙ্গে দিতে আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া জরুরী বলে মনে করেন সাধারন ব্যবসায়ী ও এলাকাবাসী।