প্রেস বিজ্ঞপ্তি : দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে জরুরী ভিত্তিতে ট্যাংকলরী শ্রমিকদের জন্য সাহায্য প্রদানের জোর দাবী জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
সোমবার গণমাধ্যমে প্রেরিত ওই বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে দেশজুড়ে সাধারণ ছুটি কার্যকর রয়েছে। গণপরিবহনসহ জ্বালানী তেল পরিবহন বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজনে সীমিত আকারে কিছু তেল পরিবহন হলেও ৯০ শতাংশ তেল পরিবহন লকডাউনের আওতায় রয়েছে। দেশের জ্বালানি খাতের মত অতিগুরুত্বপূর্ন শ্রমিকদের জন্য কোন মহল থেকে গত ১১ দিনেও কোন ত্রাণ বা সাহায্য সহযোগিতাতো দুরের কথা কোন খোজ-খবরও নেয়া হয়নি। ফলস্বরুপ শ্রমিকরা কর্মহীন। আয়রোজগার বন্ধ, পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে। তাই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের ত্রাণ দেয়ার পূর্ব পর্যন্ত জরুরী সাহস্য হিসেবে যেসকল জেলায় তেলের ডিপো রয়েছে সেখানে স্থানীয় শ্রমিক ইউনিয়নের সনাক্ত করনের মধ্য দিয়ে প্রকৃত শ্রমিকরা যেন সাহায্য সহযোগিতা পেতে পারে তার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের মাধ্যমে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে জরুরী ভিত্তিতে ট্যাংকলরী শ্রমিকদের জন্য সাহায্য প্রদানের জোর দাবী জানাচ্ছি।